দিনাজপুর সরকারী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সরকারী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান।
আজ মঙ্গলবার দিনাজপুর সরকারী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, শিক্ষা ছাড়া পরিপূর্ণ মানুষ হওয়া সম্ভব না। শিক্ষা বলতে আমরা বুঝি মানুষের শরীর, মন ও আত্মার সমন্বিত বিকাশ। শিক্ষা মানবহৃদয়কে অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে। শিক্ষার মাধ্যমে একজন মানুষ সচ্চরিত্রবান, দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। এজন্যই শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে। এছাড়াও লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানবিক গুণাবলী সম্পন্ন সুশৃংখল জাতি গঠনে ভূমিকা রাখে।
দিনাজপুর সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া কমিটির আহবায়ক প্রফেসর মো. সিদ্দীকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তহিদুল ইসলাম, সরকারী মহিলা কলেজের ইস.ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নূর-এ-আলম সিদ্দিকী, দিনাজপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম ছবি প্রমুখ।
শুরুতেই দিনাজপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে ও মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।