দিনাজপুর প্রতিনিধি
'দক্ষ সংগঠক গড়ে তুলি সংগঠনকে সংহত করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে সৃজনশীল কর্মসূচী নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আজ রোববার ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকাল ৩টায় জেলা কার্যালয়ে সৃজনশীল কর্মসূচী নির্ধারিত বক্তৃতা। অংশগ্রহন করেন পাড়া কমিটির ৯জন তরুণী সংগঠক। বিষয় ছিল "দক্ষ সংগঠক গড়ে তুলি সংগঠনকে সংহত করি"। উক্ত সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম। স্বাগত বক্তব্য দেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, সমাজে বিদ্যমান বৈষম্য, অন্যায়, অবিচার দূর করার জন্যে সামাজিক আন্দোলনের রয়েছে দীর্ঘ ধারাবাহিক ইতিহাস। সময়ের পরিক্রমায় আন্দোলনের গুণগত পরিবর্তন ঘটে। নতুন পরিপ্রেক্ষিত যুক্ত হয়, আন্দোলন লাভ করে নতুন মাত্রা। বাংলাদেশের নারী আন্দোলনেরও রয়েছে সুদীর্ঘ সমৃদ্ধ ধারাবাহিক ইতিহাস। নানা সংগ্রাম, আন্দোলন, আত্মত্যাগ, নির্যাতন, অত্যাচারের ঘটনায় পরিপূর্ণ ইতিহাস। বাংলাদেশ মহিলা পরিষদের জন্ম হয়েছে ইতিহাসের এই ধারাবাহিকতায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সম্মানিত সদস্য কানিজ রহমান, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মাহাবুবা খাতুন, মনোয়ারা সানু, গোলেনুর বেগম, সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ, অর্থ সম্পাদক শাহানাজ পারভিন, আন্দোলন সম্পাদক অনামিকা পান্ডে, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রোকশানা বিলকিস, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু, সদস্য রেহানা বেগম, শিবানী ওরাঁও, মিনিত এক্কাসহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।##