
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জননেতা মতিউর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিছুর রহমান, জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সভাপতি ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদ-প্রার্থী মো. জাকিরুল ইসলাম, জেলা সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদ-প্রার্থী জননেতা রাশেদুন নবী বাবু এবং দিনাজপুর জেলা মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত নেতৃবৃন্দ জননেতা মতিউর রহমানের বিজয় কামনা করেন এবং দিনাজপুর-১ আসনে ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।