দিনাজপুর-৫আসন বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন এর গণ-সংযোগ

নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে গণসংযোগ শুরু করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন ।
মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরে গণ-সংযোগ করেছেন। এ সময় নির্বাচনী এলাকার শত শত শত মানুষ তার এই গণ-সংযোগে অংশ নেয়। গণ-সংযোগ শেষে তিনি ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনারে এসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন বলেন , ফুলবাড়ীর প্রত্যেকটি এলাকায় গণ-সংযোগ করছেন তিনি,সেই গণ-সংযোগে এত এত মানুষের উপস্থিতি, এত উৎসাহ, সর্বোপরি এই আস্থা প্রমাণ করে দেয়, মানুষ পরিবর্তন চায়। তাই নতুনের পেছনে এত স্রোত। তিনি বলেন, মানুষের এই ভালোবাসা, এই সমর্থনই, তার আগামীতে পথচলার প্রেরণা। মনোনয়ন এর বিষয়ে শতভাগ আশাবাদি হয়ে তিনি বলেন নতুন কিছু হবে আপনাদের নিয়েই। এ সময় তার গণ-সংযোগটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে গণ সমাবেশে পরিণত হয়। এর আগে উপজেলার প্রায় ৭টি ইউনিয়নে গণসংযোগের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাসংবলিত প্রচারপত্র বিতরণ করেন মোস্তাক আহমেদ চৌধুরী খোকন । প্রচারপত্র বিতরণের সময় তিনি নানা শ্রেণীর মানুষের সাথে কুশল বিনিময় করেন । কুশল বিনিময়ের সময় বিপুলসংখ্যক মানুষ তার সাথে অংশ নেন।