
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বিএনপি, জাতীয় পার্টি (জাপা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, আমজনতা পার্টি এবং তিনজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ সোমবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়া জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা দিনাজপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান, জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ারুল হক, পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল গফুর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় ডা. আব্দুল আহাদ, আমজনতা পার্টির ইব্রাহিম আলী মণ্ডল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক, পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সাধরণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির সদস্য এস এম জাকারিয়া বাচ্চু ও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রভাষক রোস্তম আলী।
প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১৩৪ জন।