দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী ডা. জাহিদ এর গনসংযোগ


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন তার নির্বাচনী এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
আজ শনিবার বেলা ১১ টায় নবাবগঞ্জ উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নে গনসংযোগে ও ব্যবসায়ী, পথচারী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মশিউদ দৌলা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন, আহবায়ক মুক্তাদির হোসেন বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
