বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্নীতির মামলায় সাবেক অধ্যক্ষ ও অফিস সহকারী জেল হাজতে

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনজুর আলম ও বর্তমান অফিস সহকারী নির্মল চন্দ্র দেবশর্মাকে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় জেলা হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত।
গত মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনাজপুর জেলা জজ কোর্টে হাজিরা দিতে গেলে দুদকের দায়ের করা প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের মামলায় তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়।
দিনাজপুর জেলা দুর্নীতির দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনজুর আলম ও বর্তমান কর্মরত অফিস সহকারী নির্মল চন্দ্র দেবশর্মা পরস্পর যোগ সাজসে অপরাধ মূলক অসদ আচরণ ও জাল জালিয়াতি পূর্বক ক্ষমতার অপব্যবহার করে সরকারি অনুদান সহ কলেজের বিভিন্ন খাত থেকে ২ কোটি ৮৫ লক্ষ ৯৪ হাজার ৭শত ১২ টাকা আত্মসাৎ করেছে। আত্মসাতের বিবরনে উল্লেখ করা হয়, কলেজের ক্যাশ বহিতে আয় কম দেখিয়ে ১ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৮শত ৪৭টাকা, ২০১৪ সালে ৩টি ভুয়া ভাউচারের মাধ্যমে ৮ হাজার ২শত ৯৩টাকা একই ভাবে ২০১৫-২০১৬ অর্থ বছরে ৮টি ভুয়া ভাউচারের মাধ্যমে ১ লক্ষ ১৪ হাজার ৮শত ৭২টাকা, ২০১৬-২০১৭ অর্থ বছরে ১৪টি ভুয়া ভাউচারের মাধ্যমে ৬৪ হাজার ৪৯টাকা, ২০১৭-২০১৮ অর্থ বছরে ১৬টি ভুয়া ভাউচারের মাধ্যমে ৫২ হাজার ১৩ টাকা, ২০১৮-২০১৯ অর্থ বছরে ২৩টি ভুয়া ভাউচারের মাধ্যমে ২৩টি ভুয়া ভাউচারের মাধ্যমে ২০ লক্ষ ৮১ হাজার ৪শত ২৯ টাকা, ২০২০ অর্থ বছরে ১৯টি ভুয়া ভাউচারের মাধ্যমে ১ লক্ষ ৭৭ হাজার ১শত ৬২টাকা সহ মোট ২৪ লক্ষ ৯৭ হাজার ৮শত ১৮টাকা। এছাড়া ৬টি ছাত্র বেতন আদায় রশিদের মাধ্যমে ( ক্যাশ বহিতে উত্তোলন না দেখিয়ে) ৪৩ লক্ষ ৫৪ হাজার ১শত ২০ টাকা, ৬টি রশিদের মূল কপি ও কার্বন কপিতে টাকার পরিমান পরিবর্তন (টেম্পারিং) করে ৩ লক্ষ ৭৯ হাজার ৯শত টাকা, সরকার প্রদত্ত টিউশিন ফি বাবদ ৯৩ লক্ষ ৭৯ হাজার ১৭ টাকা আত্মসাৎ ও কলেজের নামে ১৭ লাখ টাকা ভুয়া ঋণ দেখিয়ে আত্মসাৎ সহ সর্বমোট ২ কোটি ৮৫ লক্ষ ৯৪ হাজার ৭শত ১২ টাকা আত্মসাৎ করার আসামী কলেজের সাবেক অধ্যক্ষ মনজুর আলম ও বর্তমান কর্মরত অফিস সহকারী নির্মল চন্দ্র দেবশর্ম্মার বিরুদ্ধে দিনাজপুর স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করে দিনাজপুর জেলা দুদকের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন। ঐ মামলায় দুইজন আসামীদের বিরুদ্ধে গত ১৪ ফেব্রুয়ারি-২০২৫ তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। যার অভিযোগপত্র নং-০১। দুদক জেলা কার্যালয় মামলা নং-০৯ তারিখ ২১/০৭/২০২২। দিনাজপুর জেলা স্পেশাল জজ আদালতের মামলা নং-১৩/২২।

Share This