দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষ্যে আজ সোমবার সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে মানববন্ধন, জাতীয় পতাকা ও দুদক এর পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন, বর্ণাঢ র্যালি, ও দিনাজপুর বড়মাঠ ময়লা আবর্জনা পরিষ্কার শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে 'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা' এই বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সকল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। আলোচনা সভায় জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. আতাউর রহমান সরকার এর সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, প্রথমে নিজের হাতকে, তারপরে নিজেকে,তারপরে নিজের পরিবারকে এবং নিজের প্রতিষ্ঠানকে দূর্নীতি মুক্ত করতে হবে। তারপরে অন্যকে বলতে হবে। নিজের বেতনের কথা স্ত্রী, সন্তানকে জানাতে হবে, যদি না জানান সেটাও দুনীতি, নিজের অফিসে সময় মত না যাওয়াটাও দুর্নীতি । স্বজনপ্রীতি করাও দূর্নীতি। শিক্ষকরা প্রাইভেট পড়াচ্ছেন, আমার সন্তানদের পড়াছি, গাইড বই ছাপিয়ে বিক্রি করছি সবই দুর্নীতি। অন্যায় অনিয়ম দেখে প্রতিবাদ করছিনা, এটাও দুর্নীতি। ব্যবসায় অতিরিক্ত লাভ করাও দুর্নীতি। শুধু সরকারি চাকুরি জীবীরাই দুর্নীতি করেনা। সবাই কোন না কোন ভাবে আমরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছি। যারা ঘুষ নেন, তাদের থেকে বেশি অপরাধি যারা ঘুষদেন। আগেও দুর্নীতি হয়েছে, এখনও দুর্নীতি হচ্ছে। তাই আসুন সবাই মিলে দুর্নীতি মুক্ত হই। তবেই এই দেশটি এগিয়ে যাবে।
তিনি শিক্ষকদের বলেন, আমাদের যাতে বয়স হয়ে গেছে তাদের সজা করা সহজ নয়, তবে শিক্ষকরা আপনারা আপনাদের শিক্ষা কাজে লাগিয়ে শিক্ষার্থীদেরকে দুর্নীতি মুক্ত মানুষিকতার তৈরি করতে পারলে আজকে না হলেও আগামী পাঁচ বা দশ বছর পর দেশ দুর্নীতি মুক্ত হবে বলে আশা করি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোশফেকুর রহমান। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম ও জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মো. ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন লায়লা চৌধুরি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডা. ডিসি রায় ও জেলা সনাকের সাবেক সভাপতি মো. জলিল আহম্মেদ। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মৃত্তিকা সেন ও শাহরিয়ার নাঈম । উক্ত অনুষ্ঠানে দিনাজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠাটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক হারুন উর রশিদ । সহযোগীতায় ছিল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটি।