দৈনিক ইত্তেফাকের ঘোড়াঘাট সংবাদদাতার ইন্তেকাল

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দৈনিক ইত্তেফাক এর দিনাজপুর জেলাধীন ঘোড়াঘাট উপজেলা সংবাদদাতা ও ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক জিল্লুর রহমান (৭৪) গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে ঘোড়াঘাটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন)।
প্রবীণ এই সাংবাদিক কিছুদিন থেকে লিভার ক্যান্সার, ডায়াবেটিস ও অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। গতকাল মঙ্গলবার তার স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে বাড়িতে আনার কিছুক্ষণ পর তার মৃত্যু ঘটে। তিনি দীর্ঘদিন থেকে দৈনিক ইত্তেফাক, দৈনিক করতোয়া, দিনাজপুরের দৈনিক উত্তরবাংলা পত্রিকার ঘোড়াঘাট প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী-গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ঘোড়াঘাট উপজেলার প্রশাসনিক কর্তকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দৈনিক ইত্তেফাকের দিনাজপুর স্টাফ রিপোর্টার মতিউর রহমানসহ জেলার সকল উপজেলা সংবাদদাতাগণ শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রয়াত জিল্লু ভাইয়ের আত্মার মাগফেরাতের জন্য তাঁর ছেলে সকলের দোয়া কামনা করেছেন।