সোমবার, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে খানসামায় শান্তিপূর্ণ আলোচনা সভা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
কমিউনিটিতে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখতে দিনাজপুরের খানসামা উপজেলার জোয়ার গ্রামে শান্তিপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে গুড সেফার্ড ট্রাস্টের ব্যবস্থাপনায়, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এবং উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হরিপদ রায় এবং সঞ্চালনায় ছিলেন প্রকল্প ব্যবস্থাপক সুকুমার ঋষি। বক্তব্য রাখেন বিভিন্ন ধর্মের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা।
সভায় বক্তারা সমাজে শান্তি, সহনশীলতা ও ধর্মীয় সহাবস্থান রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।

Share This