চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে দেশব্যাপী ধর্ষন, নারী নিপীড়নে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ধর্ষকের ফাঁসি ও বাল্য বিবাহ বন্ধের দাবিতে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনাজপুর হতে পার্বতীপুর সড়কের বেলতলী বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা নারী নিপীড়নে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ৯০ দিনের মধ্যে ধর্ষনের মামলার বিচার কাজ সমাপ্ত করে ফাঁসি দেয়ার দাবি জানান। একই সঙ্গে বাল্য বিবাহ বন্ধের জন্য প্রশাসনকে আরো কঠোর ও অভিভাবকগণকে সচেতন হওয়ার আহবান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন মাহবুবা মোরশেদ মিমু, মিফতাহুল জান্নাত মাঈশা, রেজওয়ানা আকতার প্রমুখ।