নতুন রুপে সম্প্রসারিত খানসামা শিশু পার্ক: মিটছে তৃণমূলের শিশুদের মনের খোরাক
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: নতুন রুপে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদে অবস্থিত সম্প্রসারিত খানসামা শিশু পার্ক। যেটি তৃণমূলের শিশুদের মনের খোরাক মিটাচ্ছে। বর্তমান এই আধুনিক যুগে শিশুরা অনেকটা ঘরবন্দি হয়েই বড় হচ্ছে। সেই অবস্থায় শিশুদের জন্য সুস্থ বিনোদন কেন্দ্রে হিসেবে গড়ে উঠেছে খানসামা শিশু পার্ক। যার ফলে শিশুরা অবসর সময় কাটাচ্ছেন এই পার্কে।
বিগত ২০২০ সালের শেষের দিকে খানসামা উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৪ একর জায়গায় নতুন আঙিকে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম এর পরিকল্পনা ও বাস্তবায়নে তৈরী হয় এই নান্দনিক শিশু পার্ক। এত শোভা পায় বিভিন্ন প্রজাতির পশু-পাখির ম্যুরাল, খেলাধুলার রাইড এবং ১৭০০ ফিট দৈর্ঘ্যের টাইলসের ওয়াকওয়ে।
এই পার্কে শিশু ও দর্শনার্থীদের নিয়মিত পদচারণা ও চাহিদার পরিপ্রেক্ষিতে চলতি বছরের শুরুতে সম্প্রসারিত অংশের কাজ শুরু করেন বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তাজ উদ্দিন। এতে নতুন প্রায় ৫০০ ফুট ওয়াকওয়ে নির্মাণ ও সীমানা প্রাচীর দিয়ে সুরক্ষিত করা হয়েছে পার্কটি। সেই সাথে সংযোজন করা হয়েছে ৫ টি নতুন রাইড, পেঙ্গুইন আকৃতির ৫ টি ডাস্টবিন এবং দর্শনার্থীদের জন্য ওয়াশব্লক। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে সম্প্রসারিত অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
খানসামা শিশু পার্ক পার্ককে ঘিরে বেশ আগ্রহী হয়ে উঠছেন শিশু-কিশোর ও অভিভাবকরা। প্রতিদিন বিকেল হলেই শিশুদের পদচারণায় মুখর হয় পার্ক এবং পার্কের সমনে বসেছে ফুচকা চটপটি ও ঝালমুড়ির হরেক দোকান।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে খানসামা শিশু পার্কে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের পদচারণায় মুখর পার্কে ক্রেস্ট স্টাইলে নির্মিত নতুন ডিজাইনের মূল গেট দিয়ে প্রবেশের সময় শিল্পী ও ক্যামেরা ম্যানের ম্যুরাল আগতদের ছবি তুলছে আর স্বাগত জানাচ্ছে। পার্কের মাঝে ২টি হরিণ দাঁড়িয়ে আছে আর তাদের ১টি বাচ্চা ঘাস খাচ্ছে। তার পূর্বে ৫টি বক দিয়ে নির্মিত বক চত্বরের পানির মধ্যেই ভাসমান আছে কুমিড়ের ম্যুরাল আর এর পাশেই রয়েল বেঙ্গল টাইগার মুখ হা করে হরিণের দিকে তাকিয়ে আছে।
এছাড়াও পার্কে পুরো জায়গা জুড়ে সুসজ্জিত ভাবে শোভা পাচ্ছে বিভিন্ন পশুপাখির ম্যুরাল। সেগুলো হল হাতি, জিরাফ, ঘোড়া, প্রজাপতি, সিংহ, ড্রাগন, ডাইনোসর, মোরগ, জাতীয় পাখি দোয়েল ও ছোট হাতির বাচ্ছা, জেব্রা, ঈগল পাখি, কুনোব্যাঙ, কচ্ছপ, উটপাখি, ময়না, শালিক, ডাহুক পাখি এবং নৃত্য অবস্থায় দুটি ডলফিন। সেই সাথে সাদা ও লালচে কালারের ৪টি সারোস, ডালের নিচে বসা ৪ টি টিয়া পাখি, পাখা মেলে বসে আছে ২টি ময়ূর, ১টি হাঁসের কার্টুনের বাদ্যযন্ত্র বাঁজানোর তালে তালে নৃত্য অবস্থায় ২টি হাঁসের কার্টুন। মাঝখানে মোটু ও পাতলু তার পাশে ক্যাঙ্গারু ও কাঁঠবিড়ালি। তাদের সামনে কলা খাওয়া অবস্থায় বানর ও স্যালুট অবস্থানে গরিলা। ছবি তোলার জন্য রাস্তার দু’পাশে দুটি পেঙ্গুইন।
সেই সাথে নতুন ভাবে স্থাপিত হয়েছে অত্যাধুনিক ফিস রাইড, হেলিকপ্টার রাইড, দোলনা ও ঘোড়া রাইড। এতে শিশুদের বাড়তি আনন্দ যোগ হয়েছে। এর সাথে পেঙ্গুইন আকৃতির ডাস্টবিন স্থাপন করে পরিষ্কার-পরিচ্ছন্নতায় আগত দর্শনার্থীদের উদ্বুদ্ধ করা হবে।
নান্দনিক এই শিশু পার্কে পশু-পাখির সমারোহ ছাড়াও শিশুদের জন্য নির্মাণ করা হয়েছে দোলনা ও রাউন্ড দোলনা, স্লিপার। ডায়বেটিস ও ডায়েট কন্ট্রোল চেষ্টায় হাটহাটির জন্য টাইলসের ওয়াকওয়ে। আর বসার জন্য রয়েছে টাইলস দিয়ে নির্মিত বেঞ্চ। এতে শিশুরা যেমন বিনোদনের সুযোগ পাচ্ছে তেমনি বিভিন্ন সরকারী দপ্তরে সেবা নিতে আসা মানুষরাও প্রশান্তি অনুভব করছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
রাহাত, স্নিগ্ধা ও সিহাজসহ কয়েকজন শিশুর সাথে কথা হলে তাঁরা জানায়, শিশু পার্কে আসতে অনেক ভালো লাগে। এখানে অনেক প্রকার খেলনা আছে এইজন্য প্রতিদিন বিকেলে আসি।
রিপন ইসলাম নামে এক শিক্ষার্থী আনন্দের সুরে বলেন, খানসামা শিশু পার্ক অনেক পরিপাটি ও সৌন্দর্যময়। যেকারণে অবসর সময় পার্কে ঘুরতে আসি। পার্কের আকার ও খেলনা বৃদ্ধি হওয়ায় এটির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।
মজনু আলম নামে এক অভিভাবক বলেন, বর্তমান সময়ে সুস্থ বিনোদন ও শিশুদের অবসর সময় কাটানোর জন্য পর্যটন কেন্দ্রের অভাব রয়েছে। সেই জায়গায় খানসামা শিশু পার্ক আমাদের জন্য স্বস্তির তাই সুযোগ পেলেই বাচ্চা নিয়ে এখানে আসি। এজন্য পার্ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্টদের ধন্যবাদ।
গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন লিটন বলেন, উপজেলা প্রশাসন শিশু পার্কটিকে যেভাবে বর্তমান যুগের সাথে মিল রেখে সাজিয়েছেন। তা সত্যিই দেখার মত। এতে গ্রামাঞ্চালের শিশুরা সুস্থ ও নির্মল বিনোদনের সুযোগ পাচ্ছে। তবে প্রতিটি ইউনিয়নে এমন শিশু পার্ক নির্মাণ করা গেলে সেটি প্রান্তিক পর্যায়ের শিশুদের জন্য অনেক ইতিবাচক ও কার্যকরী হবে বলে তিনি জানান।
এবিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তাজ উদ্দিন বলেন, যুগের সাথে তাল মিলিয়ে এই উপজেলার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য আমার পূর্বের স্যারেরা এটিকে নতুন রুপ দিয়েছেন। তারই অংশ হিসেবে পরিধি সম্প্রসারিত, আধুনিক শিক্ষা উপকরণ, রাইড ও অবকাঠামোগত উন্নয়ন করে পার্ককে সমৃদ্ধ করা হয়েছে।