নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়া-নাটোর মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে বগুড়ার নন্দীগ্রামে অটো টেম্পু সিএনজি মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ আগস্ট বেলা ১১টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড চত্ত্বরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অটো টেম্পু মালিক সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, উপজেলা বিএনপি'র সেক্রেটারি বেলায়েত হোসেন আদর। এ সময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম অটো টেম্পু সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি মো. সোলায়মান হোসেন, সহ-সেক্রেটারী মো. মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক, মো. আব্দুর রাজ্জাক, সড়ক সম্পাদক ফজলুর রহমান, বেলাল হোসেন, সেলিম রেজা, নাঈম হোসেন, মো. সারোয়ার, মো মাহবুবুর রহমান সহ প্রায় ২শতাধিক সিএনজি চালকরা উপস্থিত ছিলেন।