প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ণ
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভেকু ব্যবসায়ীকে জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ভেকু ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, আজ শনিবার বিকাল ৪ টায় নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামে পুকুর খনন করে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ভেকু মালিক নওগাঁ জেলার আত্রাই উপজেলার নওদুলী গ্রামের রবিউল ইসলামের ছেলে আব্দুল খালেক (৫০) কে বাংলাদেশ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর (১৫) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। প্রসিকিউটর হিসেবে সহযোগিতায় ছিলেন এস আই আমির হোসেন।
Copyright © 2024 Daily Deshmaa. All rights reserved.