সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
“নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫নভেম্বর-১০ডিসেম্বর)-২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুম (ভদ্রাবতীতে) নন্দীগ্রাম উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, সমবায় অফিসার ঝর্ণা রানী দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মো. ফজলুক হক, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম সারোয়ার জাহান, তথ্য অফিসার শারমিন আক্তার, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মোছা. কোহিনুর বেগম, ট্রেড প্রশিক্ষিকা মোছা. সাহানা পারভীন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাবিনা খাতুন ও প্রশিক্ষনার্থীসহ আরো অনেকে।
Share This

COMMENTS