নন্দীগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলা দুর্নীতিবিরোধী কমিটি ও নন্দীগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা গেট সংলগ্ন এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষ (ভদ্রাবতীতে) আয়োজিত আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লুৎফুন্নেছার সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য প্রভাষক রাব্বী হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোজাহার হোসেন, সদস্য সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, আব্দুল মতিন প্রমুখ।