সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানা, ওসির প্রতিনিধি এসআই সোহরাব হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুর রউফ, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, পল্লি উন্নয়ন অফিসার শাহ আলম, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শুভ্র বসাক, সহকারী প্রোগ্রামার মাজেদুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফ আলী, ইদ্রিস আলী, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরীফুল ইসলাম, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, দামগাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম, কুন্দারহাট ইনছান আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, রামকৃষ্টপুর চৌদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরামুজ্জামান তারা, ভরতেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম, ডেরাহার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল আফরুজ মামুন প্রমুখ।

উক্ত সভায় যথারীতিভাবে পরীক্ষা নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

Share This