নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
"যাচ্চুুুনু ধানের শীষত ভোট দিবার, ভোট কেন্দ্রে গেলে কচ্চিল তোমাকেরে ভোট দেওয়া হয়ে গেছে বাড়ি চলে যাও, পড়ে শুনি নৌকা উঠছে, সেই হাসিনা সরকার তো আর নাই, হামাকেরেক ১৭ বছর ভোট দিতে দেয়নি এবার ধানের শীষত ভোট দিমু" মোশারফ ভাই হামাকেরে অনেক রাস্তাঘাট করে দিছে হামাকেরে খোঁজ খবর দেয় হামরা আবার তাকি চাই" তারেক রহমানের উত্থাপিত ৩১ দফার লিফলেট বিতরণকালে ও ধানের শীষে পক্ষে ভোট চেয়ে গণসংযোগ কালে ঠিক এমনি মন্তব্য করতে দেখা গেছে নন্দীগ্রামের মহিলা ভোটারদেরকে।
আজ শনিবার বিকেলে ২নং সদর ইউনিয়নের ছোট ড্যারাহার গ্রামে ৩১ দফার লিফলেট বিতরণ কালে মহিলা সহ পুরুষ ভোটারদের মাঝে এমন নির্বাচনের আমেজ দেখা যায়। ওই ইউনিয়নে বিভিন্ন গ্রামে উপজেলা বিএনপির সেক্রেটারি বেলায়েত হোসেন আদরের নেতৃত্বে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান তারেক, ইউনিয়ন বিএনপি'র সেক্রেটারি মাহবুর রহমান, সাংগঠনিক সুলতান আহমেদ সহ ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।