
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বাবা হারানোর পর ছোটবেলা থেকেই সংসারের ভার কাঁধে তুলে নিয়েছিলেন আহাদ। মা ও দুই বোনকে নিয়ে কষ্টের জীবনযাপন করলেও মুখে ছিল না কোনো অভিযোগ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে গত তিনবছর আগে বাসের হেলপার থাকাকালীন সময়ে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পা হারিয়ে এখন তিনি শয্যাশায়ী। মানবেতর জীবন কাটাচ্ছেন আহাদ ও তার পরিবার। এই খবর পেয়ে মানবিক উদ্যোগে আহাদের পাশে দাঁড়ালেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
সোমবার সকালে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে আহাদের নিজ বাড়িতে যান এবং তার সার্বিক খোঁজখবর নেন। এসময় তিনি আহাদের চলাচলের জন্য একটি হুইল চেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। মানবিক এই উদ্যোগের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজেন্ডার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, ২নং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম, যুবদল নেতা জসিম হোসেন, সাকিব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আহাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে মোশারফ হোসেন বলেন, “আহাদের মতো পরিশ্রমী তরুণ আজ দুর্ঘটনার কারণে জীবন থেকে পিছিয়ে পড়েছে—এটা সত্যিই দুঃখজনক। আমি শুধু রাজনীতিবিদ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তার পাশে এসে দাঁড়িয়েছি । সমাজের প্রত্যেক সচ্ছল মানুষ যদি এমন অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে কেউ একা কষ্টে থাকবে না।”
তিনি আরও বলেন, “আহাদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা অব্যাহত রাখব। পাশাপাশি সমাজের সবার প্রতি আহ্বান জানাই, আহাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে।” আহাদের পরিবার ও এলাকাবাসী সাবেক এমপি মোশারফ হোসেনের এই মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষায়, “রাজনীতির বাইরে গিয়ে একজন মানুষ হিসেবে এমন সহযোগিতা আজকের সমাজে বিরল দৃষ্টান্ত। পরে সাবেক এমপি ৩নং ভাটরা ইউনিয়নের পন্ডিতপুকুর দিমুখী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন।