নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে দুই স্যার ব্যবসায়ীকে ৪০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের শিমলা বাজার ও নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারায় শিমলা বাজারে মেসার্স দুবাই এন্টারপ্রাইজ ও নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজ এই ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাকিরুল ইসলাম এবং প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান ও শর্মিলী ইসলাম।