নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো ৩টি খড়ের পালা।
প্রাপ্ত তথ্যে জানা যায় নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে ১নং বুড়ইল ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মো. আব্দুর রাজ্জাকের ৩টি খড়ের পালায় গত কাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার মধ্যে পূর্ব শত্রুতার জেরে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়। এতে তার আমন ধান মাড়াইয়ের ৩টি বড় খড়ের পালা সম্পূর্ণ আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে যায়।
বাড়ির মালিক মো. আব্দুর রাজ্জাক প্রচন্ড ধোঁয়ার গন্ধে ঘুম থেকে জেগে উঠে আগুনের লেলিহান শিখা দেখতে পায়। তার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে বেরিয়ে এসে বিভিন্নভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, ততক্ষণে ৩টি পালার বেশিরভাগ খড় পুড়ে ছাই হয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা। আগুনে ৩টি পালার সম্পূর্ণ খড় পুড়ে যাওয়ায় কৃষক আব্দুর রাজ্জাক চরম বিপাকে পড়েছে। বাড়িতে পালন করা গরুগুলোর খাবার সংকট দেখা দিয়েছে।
এ বিষয়ে কৃষক আব্দুর রাজ্জাকের সাথে কথা বললে সে জানায় আমার এত বড় ক্ষতি আমি কিভাবে পুষিয়ে উঠবো বুঝতে পারছিনা। তাছাড়াও আমার বাড়িতে থাকা গরুগুলোকে কিভাবে লালন-পালন করবো ভেবে পাচ্ছিনা। আমি এর সঠিক প্রতিকার আশা করছি।