নন্দীগ্রামে নবাগত ইউএনও’র সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে অনিয়ম ঠেকাতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন ইউএনও লায়লা আঞ্জুমান বানু। তিনি সচেতনতামূলক কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার আহবান জানান।
আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানুর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের নানা কার্যক্রমের সন্তুষ্টি প্রকাশ করেন নেতৃবৃন্দ।
ইউএনওর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম লুৎফনন্নেছা, সাধারণ সম্পাদক মোজাহার আলী, সহ সভাপতি ফজলুল হক কাশেম, আব্দুস সাত্তার, রাব্বি হোসাইন, জান্নাতুল ফেরদৌস লিপি, আব্দুল মতিন প্রমুখ।