বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মো. ফজলুল করিম, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা প্রেসক্লাবে নির্বাহী সদস্য সাংবাদিক মামুন আহম্মেদ প্রমুখ।
এছাড়াও সমাজসেবা কার্যালয় থেকে বিভিন্ন পর্যায়ে সুবিধাপ্রাপ্ত নারী-পুরুষ এবং শিশুরাও উপস্থিত ছিলেন।
পরে উপজেলা সমাজসেবা কার্যালয় নন্দীগ্রাম, বগুড়ার উদ্যোগে ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামে উন্নয়ন প্রকল্প-৬ এর আওতায় ২৬জন সদস্যের মাঝে ক্ষুদ্র ঋণের ৫লক্ষ ৯৮হাজার টাকা প্রদান করা হয়েছে।

Share This