নন্দীগ্রামে নাশকতা মামলায় ও ওয়ারেন্টমূলে গ্রেফতার ২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় ও ওয়ারেন্টমূলে ২ আসামীকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত ১০ মে (শনিবার) দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করে নন্দীগ্রাম থানায় নাশকতা মামলার আসামি বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামের সাদেক আলীর ছেলে মিজানুর রহমান (৩৮) এবং ওয়ারেন্টভূক্ত আসামি থালতামাজগ্রাম ইউনিয়নের নিশিন্দারা গ্রামের আব্দুল হাকিমের ছেলে শামীম হোসেন (৩০) কে গ্রেফতার করেন।
আজ দুপুর ১২টায় আসামীদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। নন্দীগ্রাম থানার ডিউটি অফিসার আব্দুস সামাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।