প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪, ৪:০১ অপরাহ্ণ
নন্দীগ্রামে নিরাপদ সড়ক চাই এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
"ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার" এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে আজ রবিবার বিকাল সাড়ে ৪ টায় সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১ তম নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালী বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসস্ট্যান্ডে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। উক্ত সমাবেশে নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মো. জামাল হোসেন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন নাজমুস সাদাত সোহেল, আব্দুল বারী, আনোয়ার হোসেন, হারুন রশীদ, পারভেজ রাব্বী, বিদ্যুৎ হোসেন, মাহমুদুল হাসান, আজিজার, ফরহাদ, আশিক, সিদ্দিক, আলামিন, খাইরুল প্রমুখ।
Copyright © 2024 Daily Deshmaa. All rights reserved.