নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় এক মুদি ব্যবসায়ী'র জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে নিয়মিত বাজার মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত না করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর (১৪) ধারায় মৎস্য ও পশুখাদ্য মেসার্স ছাত্তার স্টোরের স্বত্বাধিকারী নন্দীগ্রাম পূর্বপাড়া'র মৃত কছিম উদ্দিনের ছেলে আলহাজ্ব আব্দুস ছাত্তার (৭০) কে ৩ হাজার টাকা জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু।
এ সময় বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন।