নন্দীগ্রামে পুকুর থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে আজ সোমবার পুকুর থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।
থানাসূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন গ্রামের ইসমাইল হোসেন এর ছেলে মো. আ. সামাদ (৭০) এর চেঁচুয়াপাড়াস্থ পুকুরটি একই এলাকার মৃত রমজান আলীর ছেলে মো. আলী হাসান (৩০) কে পত্তনী হিসেবে দেন। উক্ত পুকুরে আজ সকাল সাড়ে ১০ টায় জাল দিয়ে মাছ ধরার সময় একটি পুরনো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি জালে উঠে আসে। স্থানীয় লোকজন মূর্তিটি দেখতে পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত নন্দীগ্রাম থানার এসআই মো. বেদার উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করে উক্ত জব্দ তালিকায় স্থানীয় লোকজনের স্বাক্ষর নিয়ে আলামতসহ বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। যার ওজন ৭ কেজি ৬০০ গ্রাম।