রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় নন্দীগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম, সারোয়ার জাহান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী প্রাং ,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফ আলী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নারগিস পারভিন, নন্দীগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, প্রধান শিক্ষক রহমত আলী, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জ্বল, প্রচার প্রকাশনা সম্পাদক সহকারী শিক্ষক রুহুল আমীন রানা প্রমুখ। উল্লেখ্য, উক্ত ফুটবল ফাইনাল টুর্নামেন্টে (বালিকা) গ্রুপে মাটিহাঁস সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে কৃঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং (বালক) গ্রুপে ধুন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে হাটলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।

Share This