নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্টদের কর্ম বিরতি পালিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল)-এ বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালিত হয়।
নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মইনুল হক ফটিক, সাধারণ সম্পাদক নাজমুল হক এর নেতৃত্বে হেলথ অ্যাসিস্ট্যান্টরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) এর সামনে অবস্থান করে কর্ম বিরতি পালন করে।
কর্ম বিরতি পালনকালে বক্তারা তাদের ছয় দফা দাবি তুলে ধরে বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি চলমান থাকবে। বক্তারা আরো বলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল প্রকার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
সংগঠনটির ছয় দফা দাবি সমূহের মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযোগ, ১৪ তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।