সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে  বাসের ধাক্কায় সিএনজি চালকসহ দুইজন নিহত ও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার সন্ধ্যায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম রানা চত্ত্বর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত হওয়া ব্যক্তি ২নং সদর ইউনিয়নের হাটুয়া গ্রামের মৃত হরেন্দ্রনাথ সাহার ছেলে সিএনজি চালক শ্রী জিতেন্দ্রনাথ সাহা (৫৫)। অপরদিকে সিএনজিতে থাকা আরেক যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি। 
স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি চালক নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে রণবাঘার দিকে যাওয়ার পথে কালিকাপুর ও রানা চত্বরের মাঝামাঝি রাস্তায় সিএনজি পৌঁছেলে রাজশাহী থেকে বগুড়া গামী অজ্ঞাত একটি বাস সিএনজিতে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুইজন নিহত হয়। সিএনজিতে থাকা মা ও শিশুসহ আরো ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত হওয়া ব্যক্তিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনকে উদ্ধার করে কুন্দার হাইওয়ে ফাঁড়ি থানায় আনা হয়েছে। সিএনজি চালকের নাম পরিচয় পাওয়া গেলেও অন্য আরেকজন মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। নিহতদের পরিবার যদি কোন অভিযোগ না করে তাহলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Share This