বুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে আল আমিন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় নন্দীগ্রাম পৌর এলাকার ৭নং ওয়ার্ড কলেজপাড়া আল আমিন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে উক্ত বেকারিতে প্রস্তুতকৃত বিস্কিট, কেক ও অন্যান্য বেকারি আইটেমের মোড়কের গায়ে পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, বিএসটিআই এর অনুমোদন না থাকা এবং নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের পণ্য তৈরির অপরাধে আল আমিন বেকারির স্বত্বাধিকারী কলেজপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে আব্দুল আজাদ (৪৩) কে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারায় ২০হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) এর সেনেটারী ইন্সপেক্টর জামিল উদ্দিন।

Share This