সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে বীজ ব্যবসায়ীকে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায় আজ মঙ্গলবার দুপুর ১টায় নন্দীগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের কচুগাড়ী এলাকায় অবস্থিত মেসার্স রোজামনি ট্রেডার্স-এ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযান পরিচালনা কালে নিবন্ধনবিহীন বীজ বিক্রির অপরাধে মেসার্স রোজামনি ট্রেডার্স এর স্বত্বাধিকারী দলগাছা গ্রামের মৃত মোবারক হোসেন এর ছেলে মেহেদী হাসান পুলু (৩৮) কে বাংলাদেশ বীজ আইন-২০১৮ এর ধারায় ৪,০০০ (চার হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. আদনান বাবু।

Share This