নন্দীগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে আজ সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে ব্যবসায়ী কে জরিমানা প্রদান করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজারে বেলা আনুমানিক ২টায় মেসার্স আরাফাত স্টোরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু। অভিযান পরিচালনা কালে পণ্যের সঠিক মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৩৮ ধারায় মেসার্স আরাফাত স্টোরের স্বত্বাধিকারী মো. আরাফাত হোসেন কে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পণ্যের সঠিক মূল্য তালিকা ছাড়া কোন পণ্য বিক্রয় করা যাবেনা এবং করলে পরবর্তীতে আরো বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়েছে।
ওই সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা প্রাণীসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আন্না রানী দাস। এছাড়াও নির্বাহী অফিসারের কার্যালয়ের স্টাফগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নির্বাহীর অফিসারকে সহযোগিতা করেন।