শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে হোটেল মালিককে অর্থদণ্ড

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা অধিকার নিশ্চিতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে নন্দীগ্রাম হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করে ব্যবসায়ীদের পণ্য বেশি দামে বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।পরে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় আল্লাহর দান হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করা ও বিএসটিআই অনুমোদন ছাড়া মিষ্টি তৈরি ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আব্দুর করিম (৫০) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমান করেন
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক পরিদর্শক আবু মুছা। অভিযানে সহায়তা করেন নন্দীগ্রাম থানা পুলিশের একটি টিম।

Share This