রবিবার, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে লাইসেন্স না থাকায় ফিড ব্যবসায়ীকে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে রবিবার বেলা সাড়ে ১১ টায় এক ফিড ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাজার মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দোকানের লাইসেন্স প্রদর্শন করতে না পারায় বাংলাদেশ মৎস্য ও পশুখাদ্য আইন-২০১০ এর (২০) ধারায় মেসার্স বিসমিল্লাহ ফিডে’র স্বত্বাধিকারী ভাটগ্রামের আয়েত আলীর ছেলে রুহুল আমিন (৫১) কে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু।
ওই সময় বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন।

Share This