বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নন্দীগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, নন্দীগ্রাম থানার ওসি তদন্ত আবু মূসা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার শর্মিলী ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এসএস সারোয়ার জাহান, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কামাল আজাদ, ভাটরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, থালতামাজগ্রাম ইউনিউন বিএনপির সভাপতি মসুদ রানা মজিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন, নন্দীগ্রাম উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, বিশিষ্ট ব্যবসায়ী মোকলেছুর রহমান, পল্লি বিদ্যুতের ডিজিএম শাহাদত হোসেন, কুন্দারহাট হাইওয়ে থানার ওসির প্রতিনিধি এসআই মহেন্দ্রনাথ, নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শরীফুল ইসলাম, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়ক ইয়াছিন আলী প্রমুখ।
উক্ত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Share This