মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নববর্ষ উদযাপনে দিনাজপুর শিশু একাডেমীর ব্যতিক্রমী প্রতিযাগিতা

দিনাজপুর প্রতিনিধি
বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে চিত্রাংকন, দেয়াল লিখন, দেয়াল অংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০ টায় বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে চিত্রাংকন, দেয়াল লিখন, দেয়াল অংকন ও রচনা প্রতিযোগিতা চলাকালীন সময়ে প্রতিযোগিতা পরিদর্শন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত উদ্দীন। এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহ. আব্দুল ওয়াহেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ৪টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক-বিভাগ শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বিষয় ছিল ইচ্ছে মতো চিত্রাংকন। খ-বিভাগ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ইচ্ছে মতো চিত্রাংকন। গ-বিভাগ ৩য় শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত শিশুদের মননশীল বিশিষ্ট মনিষীগণের উক্তি বা বাণী দেয়াল লিখন। ঘ-বিভাগ ৭ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ১৯৫২ থেকে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক দৃশ্যাবলী দেয়ালে অংকন প্রতিযোগিতা এবং ৩য় শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী ও ৭ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিশুদের পহেলা বৈশাখ জাতীয় জীবনে নববর্ষের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে।
দিনাজপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহ. আব্দুল ওয়াহেদ জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে সোমবার (১৪ এপ্রিল-২০২৫) সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে। এছাড়াও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুরের শিশু বিকাশ ও প্রাথমিকে অধ্যায়নরত শিশুদের অংশগ্রহণে এসো বৈশাখী রঙ্গে সাঁজি ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Share This