নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময়
দিনাজপুর প্রতিনিধি
আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম দিনাজপুর জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিকদের উদ্দেশ্যে সূচনা বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম নবাগত জেলা প্রশাসকের পরিচিতি সকলের উদ্দেশ্যে তুলে ধরেন। এরপর উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ নবাগত জেলা প্রশাসকের সাথে পরিচিত হন। মতবিনিময় সভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান, দিনাজপুর প্রেসক্লাবের (কালিতলা) সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর প্রেসক্লাবের (নিমতলা) সভাপতি নুরুল হুদা দুলাল, সাধারন সম্পাদক রেজাউল করিম রঞ্জু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. শাহিন হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জিন্নাত হোসেন, সাধারন সম্পাদক মো. ইউসুফ আলী, সাংবাদিক মাহফুজুল হক আনার, শাহরিয়ার হিরু, এমদাদুল হক মিলন, শাহ আলম শাহী, মোহাম্মদ কামারুজ্জামান, মো. সালাউদ্দিন আহমেদ, রুস্তম আলী মন্ডল, শাহাদৎ হোসেন শাহ, আকরাম হোসেন বাবলু, সুলতান মাহমুদ, মো. রাজিউর রহমান রাজু প্রমুখ। এসময় দুই প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।