সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন সরঞ্জাম জব্দ

হিলি প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পাশে বয়ে যাওয়া করতোয়া নদীতে অবৈধভাবে নদীর তীর কেটে বালু উত্তোলনকালে একটি স্যালো মেশিন ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার দুপুর ২টায় নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানা পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে করতোয়া নদীতে অভিযান পরিচালনা করে একটি স্যালো মেশিন ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেন। অভিযানের সময় স্যালো মেশিনের লোকজন পালিয়ে যায়।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম বলেন, উপজেলার কাচদহ এলাকায় করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে, অভিযানে একটি স্যালো মেশিন এবং বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তিনি আরও বলেন এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share This