নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“মাদককে না বলি, সম্মানজনক পেশা খুঁজি; মাদককে না বলি, সুস্থ সবল সমাজ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে আজ সোমবার দুপুরে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের খটকটিয়া কৃষ্টপুর শিবচরন টুডুর সভাপতিতে আদিবাসী গ্রামের নারীদের উদ্যোগে ও উপজেলা নেটওয়ার্ক নবাবগঞ্জ সিসিডিবি-দাউদপুর এর সহযোগিতায় মাদক মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ভাবে চুয়ানী তৈরি ও ব্যবসার পরিবর্তে সম্মানজনক পেশায় সম্পৃক্ত করণে যুবদের এ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সভায় ফিলিমণ হেমব্রোম এর সঞ্চালনায়, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আফরিন খাতুন, সিসিডিবির এরিয়া ম্যানেজার দর্কা সেন, যুবনেতা সোহেল মার্ডী, সমাজ সংগঠক আদুরী মার্ডী, কমল টুডু সহ আর অনেকেই বক্তব্য রাখেন ।
বক্তারা আদিবাসী সাঁওতাল সমাজকে মাদকের কুফল, মাদক সেবন ও ব্যবসা পরিহার করে বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে পরিবার, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার আহবান জানান।
নবাবগঞ্জ সিসিডিবির এরিয়া ম্যানেজার দর্কা সেন বলেন - বর্তমানে আদিবাসীরা বিভিন্ন ভাবে পিছিয়ে পড়ে আছে এর কারণ হচ্ছে চুয়ানী তৈরি, স্থানীয় মাদক তৈরি ও সেবনের মাধ্যমে পেশা থেকে তারা নিজেদের বঞ্চিত রাখছে। ছেলে মেয়ের লেখাপড়া থেকে হচ্ছে বঞ্চিত, মাদকের কারণে যুবসমাজ ধংস হয়ে যাচ্ছে। তাই সচেতনতার জন্য আমরা কাজ করছি। র্যালি,কালচারাল সাংস্কৃতির মাধ্যমে তাদেরকে উৎসাহীত করছি। যাতে তারা এ পেশার ক্ষতিকর দিকগুলো বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। শুধু একটি ক্যাম্পেইন নয় এরকম ক্যাম্পেইন উপজেলার সব গ্রাম মহল্লায় অব্যাহত থাকবে বলে জানান।