নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি
“দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রদিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। আজ সোমবার বেলা ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।
পরে উপজেলা পরিষদ গেট সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আল আলিমুল রাজি, সদস্য মনোয়ার হোসেন, সাংবাদিক সুলতান মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। সভায় সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুধীজন, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিক অংশ গ্রহন করেন।