নবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।
বক্তারা বলেন, প্রবীণ ব্যক্তিরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ। তাঁদের অভিজ্ঞতা, জ্ঞান ও অবদানের স্বীকৃতি জানাতে এবং তাঁদের প্রতি শ্রদ্ধা ও যত্নশীল আচরণ প্রদর্শনে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ আর অনেক উপস্থিত ছিলেন ।
আলোচনা সভার শেষ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।