সোমবার, ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে সরিষা উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি, সার দেওয়া হলেও বেশিরভাগ কৃষক তা পায়নি। প্রণোদনার সার বীজসহ প্রকল্পের টাকা আত্মসাতের এমন অভিযোগ উঠেছে নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ।
দেখা যায়, তালিকার নামের সাথে অনেকের স্বাক্ষর ও ছবির মিল নাই । কৃষকদের জাল স্বাক্ষর করে প্রণোদনার বীজ-সার উত্তোলন করা হয়েছে। অনেকে জানেই না তার নাম আছে প্রণোদনার তালিকায়।
সরেজমিনে মাঠ পর্যায়ে গেলে, কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তালিকায় নাম আছে, কিন্তু কোনো সার-বীজ পায় নাই। আবার অনেকের নাম আছে যারা জমিও চাষাবাদ করে না।
নবাবগঞ্জ উপজেলা শালখুরিয়া ইউনিয়নে একাধিক কৃষক বলেন- আপনার মাধ্যমে আজ জানলাম আমাদের নামে বরাদ্দ ছিল! কিন্তু আমরা তো পায়নি। আবার দেখতেছি আমাদের নামের পাশে আর একজনের ছবি লাগানো। এইটা কীভাবে সম্ভব? তারা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, যদি অফিসের কর্মকর্তারাই প্রতারণা করে, তাহলে আমরা সাধারণ কৃষক যাব কোথায়?
মুক্তির রানী বলেন-আমার নিজের জমি নাই, অন্যের জমি চাষ করি। কিন্তু আইডি কার্ড নিয়ে যাওয়ার পরেও কোনদিন কোনোকিছু পাই নাই। সরকারি সহায়তা পেলে আমাদের অনেক উপকার হতো। চাষাবাদ করতে টাকা কম লাগতো, ছেলে মেয়েদের লেখাপড়া করাতে সুবিধা হত, কিন্তু কিছু পাই না।
এদিকে স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী মিলে পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে নিজেরাই, প্রণোদনার মালামাল আত্মসাৎ করে। ফলে প্রকৃত কৃষকরা প্রতিনিয়ত হচ্ছে বঞ্চিত । আমরা চাই যারা এগুলো সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হক।
নবাবগঞ্জ উপজেলার ৪নং শালখুরিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন- আমরা মাঠ পর্যায়ে গিয়ে যারা চাষ করার ইচ্ছুক, তাদের ছবি আইডি কার্ড নিয়ে কৃষক নির্ধারণ করি। না পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- মোটামুটি সবাই পেয়েছে, হয়ত তারা লাগায়নি। তাই আপনাদের বলছে পায়নি। নামের সাথে ছবি ও স্বাক্ষর মিল না থাকার কথা জানতে চাইলে তিনি বলেন- প্রণোদনার তালিকা ভিতরে আছে, আপনাদের কাছে তো নাই।
নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায় বলেন- এগুলো তো অনেক আগে বিতরণ হয়েছে বিতরণে কোন অনিয়ম হয়নি ।
সরকার যখন কৃষি খাতে ভর্তুকি ও প্রণোদনায় কোটি কোটি টাকা ব্যয় করছে, তখন মাঠ পর্যায়ের কিছু অসাধু কর্মকর্তা সেই সহায়তা লুটে নিচ্ছে এটি শুধু দুর্নীতি নয়, কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা বলছে এলাকাবাসী।

Share This