বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে ধানক্ষেত থেকে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

হিলি প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে ফসলি জমির মাঠ থেকে আদিবাসী যুবক শুভ সরেন (২৪) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ সোমবার দুপুরের উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর গ্রামের মাঝামাঝি এলাকায় ফসলি জমির মাঠ থেকে আবিদাসী যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশের একটি হাত এবং কানসহ শরীরের কিছু অংশ খাবলে খাবলে শেয়ালে খেয়ে ফেলেছে বলে ধারনা পুলিশ ও স্থানীয়দের।
আদিবাসী যুবক শুভ সরেন (২৪) একই উপজেলার দাউদপুর ইউনিয়নের মালদহ গীর্জাপাড়ার গনেশ সরেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল মতিন।
পুলিশ জানায়, উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর গ্রামের মাঝামাঝি একটি ইটভাটার পাশের জমির পানিতে শুভ সরেনের লাশ মাটিতে উপুড় হয়ে পড়েছিল। লাশের একটি হাত ও একটি কান শেয়ালে খেয়ে ফেলেছে। মাথাসহ শরীরের কয়েকটি স্থানে শেয়ালের কামড়ের ক্ষত রয়েছে। লাশের আশপাশে শেয়ালের পায়ের চিহ্নও দেখতে পেয়েছে পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, বাজারে কেনাকাটার কথা বলে গত রবিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে ঘরে ফিরেনি শুভ সরেন। অনেক খোঁজার পরে তাকে পাওয়া যায়নি। পরের দিন ধানক্ষেতে তার মরদেহ পরে আছে মর্মে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে তাকে শনাক্ত করেছি। মরদেহের কিছু অংশ শেয়ালে খেয়েছে বলে মনে হচ্ছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আ. মতিন জানান, মৃত্যুর কারন নির্নয়ে ময়না তদন্তের জন্য দিনাজপুরের মেডিকেল কলেজের মর্গে মরদেহ প্রেরণ করা হচ্ছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে বলে জানান তিনি।

Share This