নবাবগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ক্ষুদ্র পাঠাগার

নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি
স্মার্ট ফোন ও যান্ত্রিক জীবনের ব্যস্ততার কারনে গ্রাম থেকে শহর পর্যন্ত মানুষের মাঝে বই পড়ার অভ্যাস দিন দিন কমেই চলেছে। এমন অবস্থায় বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার বিনোদনগর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর বাজারে, সামাজিক সংগঠন রাঘবেন্দ্রপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের পাঠাগার যেন এখন আলো ছড়াচ্ছে এই প্রত্যন্ত অঞ্চলে।
সরেজমিনে দেখা যায়, টাকার অভাবে যারা বই কিনতে না পারা, দরিদ্র ও মেধাবী ছাত্রদের জন্য পাঠাগারে রাখা হয়েছে পাঠ্যপুস্তক। এছাড়াও রয়েছে বিভিন্ন উপন্যাস, কবিতা, গল্প, চাকুরীর প্রস্তুতি মূলক বই সহ নানা ধরনের বই। বইয়ের এই পাঠাগার দেখতে এখন আসছেন বই প্রেমীরা। কেউ বসে, কেউ দাঁড়িয়ে পড়ছেন প্রিয় লেখকের বই।
কয়েকজন শিক্ষার্থী জানান, স্কুলের পাঠ্য বইয়ের পাশাপাশি এখানে এসে বিভিন্ন গল্পের বই পড়েন তারা। বড়দের পরামর্শে একটু একটু করে বই পড়ার অভ্যাস করছেন তারা। একসময় মোবাইল গেম খেলে সময় নষ্ট করলেও এখন বই পড়েই সময় চলে যায় তাদের। এতে বাবা মায়ের বকুনিও খেতে হয় না।
রাঘবেন্দ্রপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন- তাদের সংগঠন ২০০৫ সাল থেকে ঐ এলাকায় বিভিন্ন সমাজ উন্নয়ন মূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় মাদক মুক্ত সমাজ গড়তে ও জ্ঞানের আলো ছড়াতে তাদের সংগঠনের উদ্যোগে এই পাঠাগার নির্মাণ করা হয়েছে। ছোট পরিসরে শুরু হলেও আগামীতে এটি বড় আকারে করার চিন্তা ভাবনা রয়েছে।
অবসরপ্রাপ্ত শিক্ষক মহসিন আলী বলেন- পাঠাগার নির্মানের উদ্যোগটি একটি মহতী উদ্যোগ। প্রতিটি এলাকায় এমন পাঠাগার গড়ে তোলা হলে জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে যুব সমাজে। এতে করে যুব সমাজ অবক্ষয় থেকে বেঁচে যাবে।