নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
"যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা” স্লোগানে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে রাঘবেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিনোদনগর ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ও মানবতায় রক্তদান ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে শিক্ষার্থীসহ সাধারন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এসময় মানবতায় ব্লাড ব্যাংকের পরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি সেলিম রেজা, ওলামা বিভাগের ২নং বিনোদনগর ইউনিয়ন সভাপতি দেলোয়ার আকন্দ, ব্লাড ব্যাংকের মারফ হাসানসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী মেফতাহুল জান্নাত মাহি বলেন আগে আমি জানতাম না, আমার রক্তের গ্রুপ কি। এই প্রথম জানলাম আমার রক্তের গ্রুপ। আমি ধন্যবাদ জানাই আয়োজকদের যারা এই ফ্রি ব্লাড ক্যাম্পেইনের আয়োজন করেছেন। আমি খুবই খুশি রক্তের গ্রুপ জানতে পেরে এখন আমি প্রয়োজনে রক্ত দিতেও পারবো, নিতেও পারবো।
ব্লাড ব্যাংকের পরিচালক আরিফুল ইসলাম বলেন, "মানবতার কল্যাণে রক্তদানের চেয়ে বড় কোনো দান নেই। আমরা চাই, প্রতিটি তরুণ-তরুণী রক্তদানের গুরুত্ব যেন বুঝে। তারা যেন মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসে। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষদেরকে সচেতন করতেই আজকের এই ক্যাম্পিং । আমাদের এই ক্যাম্পেইন অব্যাহত থাকবে তাই সকলের সহযোগিতা কামনা করছি।
ব্লাড ক্যাম্পিং প্রায় পাঁচশত শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।