সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে বাইসাইকেল, সেলাইমেশিন ও হুইল চেয়ার বিতরণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সেলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে , রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন। বিশেষ অতিথি হিসাবে দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (ইউপিডিএফ) অর্থায়নে এসব মালামাল বিতরণ করা হয়।

Share This