নবাবগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরে নবাবগঞ্জ আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার নবাবগঞ্জ কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে নবাবগঞ্জ কারিগরি মহাবিদ্যালয় মিলনায়তনে নবাবগঞ্জ আইডিয়াল স্কুলের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ সরদার, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম ডাবলু প্রমুখ।
বক্তারা বলেন, মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলে এবং ভবিষ্যতের সাফল্যের পথে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এবারের মেধা যাচাই পরীক্ষায় মোট ৩২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২২ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
