নবাবগঞ্জে শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
নবাবগঞ্জ প্রতিনিধি
“মাদকে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ৩নং গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত।
গতকাল রবিবার রাত ৮ টায় নবাবগঞ্জ উপজেলার শওগুনখোলা ক্লাব মাঠে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন। এসময় সদস্য সচিব মুক্তি মাহাফুজসহ দূর দূরান্ত থেকে আসা খেলা প্রেমীরা উপস্থিত ছিলেন ।
খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় মুরাদ সাউন্ড সিস্টেমের ৪০ রান টার্গেট দিলে কয়েক বল রেখে দুর্গাপুর ক্রিকেট ক্লাব খেলা শেষ করে বিজয়ী হয়। বিজয়ী ও রানার্সআপ দলের হাতে নগদ অর্থপ্রদান করেন অতিথিবৃন্দ।