বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে শহীদ হাদি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে ক্রীড়াপ্রেমী তরুণদের উদ্যোগে শহীদ হাদি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার রাত ৮টায় উপজেলার লালঘাটে অস্থায়ী খেলার মাঠে মানবতায় রক্তদান ব্লাড ব্যাংক এর আয়োজনে এ টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতায় রক্তদান ব্লাড ব্যাংকের মহাপরিচালক সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান কবিরল।
আয়োজকরা জানান, শহীদ হাদির স্মৃতিকে সম্মান জানানো এবং তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা ।
খেলায় মোট ৮ টি দল অংশগ্রহণ করেন, বিজয় দল কে ক্রেস্ট প্রদান করা হয়।

Share This